Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বিদেশে উচ্চশিক্ষা, চাকরি এবং যুব নেতৃত্বের বিষয়ে এক সেমিনার গত শুক্রবার বিকালে মাগুরা আর্দশ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা অ্যাডুকেশন ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে শ্রীপুর সরকারি কলেজের প্রভাষক রিপন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন, জাতিসংঘের প্রতিনিধি ও আমেরিকা প্রবাসী যুব সমাজকর্মী জুয়েল মিয়া। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক শিশু নোবেল পুরস্কার বিজয়ী মাগুরার কৃতি সন্তান সাদাত রহমান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা আর্দশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সূর্য কান্তি বিশ্বাস। সভায় আন্তর্জাতিক শিশু নোবেল পুরস্কার বিজয়ী সাদাত রহমান বলেন, আমি আমার মেধা, ধৈর্য্য ও পরিশ্রমের মাধ্যমে আজ সাফল্য পেয়েছি। মূলত আমি সাইবার রোলিং বিষয় নিয়ে কাজ করি। আমাদের দেশে কিশোরীরা নানাভাবে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে চলাফেরা করে। মূলত আমি সাইবার রোলিং প্রতিরোধের মাধ্যমে কিভাবে কিশোর কিশোরীদের সহায়তা করা যায় সেটি নিয়েই কাজ করার চেষ্টা করেছি। আমার কাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক শিশু নোবেল পুরস্কার পেয়েছি। আমি আগামীতে আরো ভালো কিছু করতে চাই। সেমিনারে স্বল্প খরচে কিভাবে বিদেশে উচ্চ শিক্ষা ও চাকরি করা যায় সে বিষয়ে শিক্ষার্থীদের মান উন্নয়নমূলক ধারণা দেন জাতিসংঘের প্রতিনিধি জুয়েল মিয়া। মিডিয়া পার্টনার দেশ টেলিভিশনের সহযোগিতায় সেমিনারে বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ