বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি আনারুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছেন থানা পুলিশ। আনারুল ইসলাম ওই ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের আব্বাস হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, একই গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে মমিনুল ইসলামের সাথে বন্ধুত্ব ছিলো আনারুল ইসলামের। সে কারণে মমিনুলের বাড়িতে আনারুল ইসলামের যাতায়াত ছিলো ঘন-ঘন। এক পর্যায়ে মমিনুল বাড়িতে না থাকায় তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এভাবে তিন মাস থেকে প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে আসছেন। ধর্ষিতা গৃহবধূ পরে বিষয়টি তার স্বামীকে জানিয়ে নিজেই বাদী হয়ে গত শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাঁচপীর বাজার থেকে ধর্ষক আনারুলকে গ্রেফতার করেন।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।