পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক শিক্ষক সমাবেশ আজ শনিবার সকাল ১০টায় নগরীর ষোলশহর ২ নং গেইটস্থ জুন-নুরাইন কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান উল্লাহ। সভাপতিত্ব করবেন জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আল্লামা মোখতার আহমদ।
এদিকে সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহানগরীসহ বৃহত্তর চট্টগ্রামের সব মাদরাসার প্রিন্সিপালসহ শিক্ষকগণ সমাবেশে যোগ দেবেন। জেলা জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি অধ্যক্ষ আল্লামা মোখতার আহমদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মহানগর সভাপতি প্রিন্সিপাল কাযী আবুল বয়ান হাশেমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী সমাবেশ সফল করতে মাদরাসা শিক্ষকদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।