বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : বগুড়ায় পৃথক দুটি ঘটনায় বগুড়া সদর ও নন্দী গ্রাম দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
এর মধ্যে বগুড়া সদরে নিশিন্দারা কারবালা নামক স্থানে একটি স্থানীয় মসজিদের পুকুর থেকে মগলু (৫০) নামের এক রিকশাচালকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে । শুক্রবার সকালে শহরের কারবালা মসজিদের পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ । মগলু দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের মৃত মীর বক্সের পুত্র । সে বগুড়া সদরের গোদার পাড়ায় একটি ঘর ভাড়া নিয়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পুকুরের ঘাটে লোকজন তাকে কাপড় ধুতে দেখায় ধারণা করা হচ্ছে সম্ভবত কাপড় ধোয়ার পর গোসল করতে গিয়ে সে পানিতে তলিয়ে যায় ।
অন্য ঘটনায় বগুড়ার নন্দিগ্রাম উপজেলায় রেজাউল করিম (৩৫) নামে এক ব্যক্তি নৃশংস ভাবে খুন হয়। শুক্রবার সকালে নন্দিগ্রাম -শেরপুর সড়কের কদমকুড়ি এলাকা থেকে ওই ব্যক্তির পুড়িয়ে দেয়া লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রেজাউল করিম ‘‘একটি বাড়ি একটি খামার প্রকল্পে’’র অধীনে বগুড়ার আদমদিঘী উপজেলায় চাকরি করতো। তার বাড়ি বগুড়া সদরের নামুজা ইউনিয়নের বামন পাড়ায়। পরিচয় সূত্রে সে নন্দিগ্রাম উপজেলার বিআরডিবি অফিসের সহকারী গ্রাম উন্নয়ন কর্মকর্তা(এআরডিও) জিল্লুর রহমানকে বেশ কিছু দিন আগে নিজ গ্রামের এক পরিচিতজনের চাকরির জন্য সাড়ে ৬ লাখ টাকা দিয়েছিলো। তবে প্রতিশ্রুতি অনুযায়ী ওই ব্যক্তির চাকরিও হয়নি আবার টাকা ফেরত দিতেও টালবাহানা করে আসছিলো জিল্লুর। বৃহস্পতিবার রাতে পাওনা টাকা আদায়ের জন্য রেজাউল নন্দিগ্রামে আসে। এর পর তার মোবাইল ফোন বন্ধ ছিলো। স্থানীয় বুরইল ইউনিয়নের কদমকুড়ি সংলগ্ন বেজিগাড়ি এলাকায় শুক্রবার সকালে তার পোড়ানো লাশ পাওয়া যায়। গামছা দিয়ে শ্বাস রোধ করে হত্যার পর আগুন ধরিয়ে তাকে নৃশংস ভাবে পুড়িয়ে আলামত গায়েবের চেষ্টা করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকে বিআরডিবি কর্মকর্তা জিল্লুর পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নন্দিগ্রাম থানার ওসি জানিয়েছেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই রেজাউল খুন হয়েছেন বলে তাদের ধারনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।