Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুর সীমান্তে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর সীমান্তে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
শেরপুর জেলা সংবাদদাতা : ক্ষেতের ধান পাহারা দিতে এসে শেরপুরের সীমান্তবর্তী শ্রবর্দী উপজেলার সিংঙ্গাবরুনা ইউনিয়নের জুলগাঁও পাহাড়ি গ্রামের দুদু মিয়া (৫০) নামে আরো এক কৃষক বুনো হাতির পায়ে পৃষ্ট হয়ে মারা গেছে। দুদু মিয়া ওই গ্রামের মৃত বক্তার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সীমান্তে হাতি তাড়াতে স্থানীয় কৃষকরা পালাক্রমে পাহারা দেওয়ার অংশ হিসেবে শুক্রবার রাতে একটি ধান ক্ষেতের টং ডেরা ঘরে পাহারা দিতে গিয়ে ঘুমিয়ে পড়ে দুদু মিয়া। এসময় সীমান্ত অতিক্রম করে গভীর রাতে ভারতের গারো পাহাড় থেকে এক দল হাতি এসে তাকে পিষ্ট করে এবং ক্ষেতের কচি ধান গাছ খেয়ে সাবাড় করে চলে যায়। এ ঘটনায় স্থানীয় ইউএনও এবং রেঞ্জ কর্মকর্তাসহ সরকারী বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।
উল্লেখ্য ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত হাতির পায়ে পিষ্ট প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষ কৃষকের মৃত্যু হয়েছে । সেই সাথে বিভিন্ন ভাবে হাতির প্রাণ গেছে ১৮টির । হাতির আক্রমণে আহত হয়েছে প্রায় শতশত মানুষ। এ ছাড়াও গত আড়াই বছরে ১১জন কৃষক ও ১১টি হাতির প্রাণ গেছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ