Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৪৪ পিএম | আপডেট : ৮:০২ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। বৃহস্পতিবার ( ২৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল করেন তারা।


এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক মো. মোবারক হোসেন, জিকরুল হাসান জিকো, হিমেল আজিজুল হক, মিজানুর রহমান সাগর, পৌর ছাত্রদল নেতা নাজমুল আলম সোহাগ, আবু সাঈদ সৌরভ, মাসুদ কলেজ ছাত্রদল নেতা আকিবুর রহমান বাবু,আরাফাত ইমন, ইমরুল কায়েস, আপেল প্রমূখ।


বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে ছাত্রনেতারা বলেন, কালো টাকা দিয়ে কেনা ঘোষিত অবৈধ কমিটি আমরা মানিনা। মাদকসেবী, অছাত্র ও নারী কেলেংকারীতে জড়িতদের নতুন কমিটির নেতৃত্বে আনা হয়েছে। অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করা না হলে রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে ছাত্রদলের নেতাকর্মীরা।


এর আগে পুলিশের বাঁধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতা তাদের কর্মসূচী শেষ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ