Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে গুনবতী রেল স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও শিশু নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৫০ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী রেল স্টেশন এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের নিচে কাটাপড়ে মা ও শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মো. মানিক মজুমদারের স্ত্রী সুমি আক্তার (২৩) ও ১বছর বয়সী শিশু মাশরাত।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সুমি আক্তার সূর্য্য মজুমদার নামে তার আরেক ছেলেকে মাদরাসা থেকে বাড়িতে নিয়ে আসছিলো। এসময় গুনবতী রেল স্টেশন এলাকায় সড়ক পারাপারের সময় ঢাকা অভিমূখী গুধলী এক্সপ্রেস নামের একটি দ্রুতগামি টেনের নিচে কাটা পরে সুমি আক্তার ও তার কোলে থাকা ১বছর বয়সী শিশু মাশরাতসহ ঘটনাস্থলেই মারা যায়। এ দুর্ঘনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনে কাটা পড়ে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ