Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ২:৩৩ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বুধবার (২৪ ফেব্রুয়ারি) মার্কিন কংগ্রেস ওম্যান গ্রেস মেং (ডেমোক্র্যাট, নিউ ইয়র্ক) এর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।

এ সময় তারা বাংলাদেশ ও আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন। গ্রেস মেং নিউইয়র্কের বিপুল সংখ্যক বাংলাদেশি ভোটারদের প্রতিনিধিত্ব করেন এবং মার্কিন কংগ্রেসে সর্বদা বাংলাদেশের কক্কাসের সক্রিয় সদস্য ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কথা উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মেংকে মার্কিন সংসদ সদস্যদের একটি গ্রুপের সাথে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এ সফরে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অগ্রগতি অর্জন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি স্বচক্ষে দেখার কথা বলেন। বাইডেন প্রশাসনের অভিবাসন সম্পর্কে উদার পদ্ধতির প্রশংসা করে তিনি বলেন, নতুন মার্কিন সরকারের কাছে আহ্বান যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশি ডায়াস্পোরাকে আইনিকরণের জন্য প্রচেষ্টা শুরু করুন।

ড. মোমেন কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের পাশাপাশি দেশে বিদেশি বিনিয়োগের জন্য বিদ্যমান অনুকূল পরিবেশ সম্পর্কে মার্কিন সংসদ সদস্যকে অবহিত করেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়ানোর জন্য এবং নতুন মার্কিন প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশের সদিচ্ছা জানাতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ওয়াশিংটন ডিসি সফর করছেন।



 

Show all comments
  • Bhuiyan ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৫৩ পিএম says : 0
    Bakub, gan thaklay aigula bolto na. Bangladeshi der alada koray legal ilegal korar khomota karo nai. False Kotha boila Moja lower dhanda
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ