Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আনোয়ারায় নিখোঁজ সেনা সদস্য আসিফ হোসাইন নিশানের (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।
গতকাল মঙ্গলবার সকাল ১১টা ৫৫ মিনিটে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ জেলেপাড়ার শঙ্খ নদী থেকে ২০ জন ডুবুরি দলের সদস্যরা টানা ১৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে নদীর তলদেশ থেকে তাকে উদ্ধার করে। নিখোঁজ সেনা সদস্য আসিফ চট্টগ্রামের মিরসরাই গ্রামের আনোয়ারুল হকের একমাত্র ছেলে। সে বিএমএ ক্যাডেট হিসেবে এবারের প্রশিক্ষণে যোগ দিয়েছেন। তার পিতা আর্মির ইউডিসির রের্কড শাখার কর্মকর্তা। পরিবারের সঙ্গে থাকেন নগরীর হালিশহরে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ জানান, গত সোমবার বিকেলে সহকর্মী সঙ্গে গোসল করতে নামেন বিএমএর ক্যাডেট আসিফ। এরপর তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। এর সঙ্গে যোগ দেন সেনা বাহিনী, নৌ-বাহিনী ও কোস্টগার্ডের টিম। গতকাল মঙ্গলবার আমাদের একজন ডুবুরি লাশটি খুঁজে পান। পরে সেনাবাহিনীর কাছে লাশ হস্থান্তর করা হয়েছে। মঙ্গলবার আসরের নামাজের পর হালিশহর ক্যান্টনমেন্ট মাঠে ও এশার নামাজের পর মিরসরাই নিজ গ্রামে বাড়িতে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ