Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে ছাত্রদলের আহ্বায়ক কমিটি

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দীর্ঘদিন পর ময়মনসিংহের ফুলপুর উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কে এম সুজা উদ্দিনকে আহবায়ক ও শাহ ইমরুল কায়েসকে সদস্য সচিব ও আব্দুল হাদী আকন্দকে যুগ্ম আহবায়ক করে ফুলপুর উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মো. ওমর ফারুক সরকারকে আহবায়ক ও হেলাল উদ্দিনকে সদস্য সচিব ও মো. আবিরকে যুগ্ম আহবায়ক করে ফুলপুর পৌরসভা ছাত্রদলের ২১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মিজানুর রহমান হিরাকে আহবায়ক ও আরিফুল হককে সদস্য সচিব ও সাবিকুন নাহারকে যুগ্ম আহবায়ক করে ফুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের ২১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহ জেলা (উত্তর) ছাত্রদলের সভাপতি নিহান সালমান ভূলন ও সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ গত ২১ ফেব্রুয়ারি ফুলপুর উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের এই আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ