রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দীর্ঘদিন পর ময়মনসিংহের ফুলপুর উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কে এম সুজা উদ্দিনকে আহবায়ক ও শাহ ইমরুল কায়েসকে সদস্য সচিব ও আব্দুল হাদী আকন্দকে যুগ্ম আহবায়ক করে ফুলপুর উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মো. ওমর ফারুক সরকারকে আহবায়ক ও হেলাল উদ্দিনকে সদস্য সচিব ও মো. আবিরকে যুগ্ম আহবায়ক করে ফুলপুর পৌরসভা ছাত্রদলের ২১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মিজানুর রহমান হিরাকে আহবায়ক ও আরিফুল হককে সদস্য সচিব ও সাবিকুন নাহারকে যুগ্ম আহবায়ক করে ফুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের ২১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহ জেলা (উত্তর) ছাত্রদলের সভাপতি নিহান সালমান ভূলন ও সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ গত ২১ ফেব্রুয়ারি ফুলপুর উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের এই আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।