Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজারে জনতার হাতে আটক ৩ জন বালু উত্তোলনকারীকে এ দন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। তারা হলেন- ফিলিপনগর এলাকার পিন্ট সর্দার ও কোয়েল এবং ইসলামপুর এলাকার রাসেল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৈরাগীরচরের নীচে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় বালুভর্তি ট্রলিসহ ৩ জনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ঘটনাস্থলে গিয়ে আটক ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ