রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফটিকছড়ির এমপি ও ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এমপিগণ উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছি। মূলত ইউপি চেয়ারম্যানগণ সেই উন্নয়নের বাস্তবায়নকারী। ইউনিয়নে ভালো মানুষ না আসলে উন্নয়ন কর্মকান্ড জনগণের দোরগোরায় সঠিক ভাবে পৌঁছবে না। তাই আগামী ইউপি নির্বাচনে এদিক-সেদিক না দেখে ভালো এবং যোগ্য মানুষদের চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত করা উচিত। তিনি আরো বলেন, কোথায় কিভাবে হয়, জানতে-বুঝতে চাই না, আমার ফটিকছড়িতে আগামী ইউপি নির্বাচন শতভাগ সুষ্ঠু হতেই হবে।
গতকাল ফটিকছড়ির হারুয়ালছড়িতে ফলক উন্মোচনের মাধ্যমে ১০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ৩৫টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। স্থানীয় রাবার ড্যাম সমবায় সমিতি অফিস সংলগ্ন মাঠে ইউনিয়ন পরিষদের উদ্যোগে চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন, ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, অ্যাড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান শোয়েব আল সালেহীন, খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ, সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।