Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজমা হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কুমিল্লার মেঘনায় নাজমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মেঘনা-ঢাকা সড়কের কদমতোলা বাসস্ট্যানে মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী।
মানববন্ধন শেষে হত্যা কারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন, মেঘনা উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল আলম শফিক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, কমিল্লা উত্তর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন শিশির প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নাজমা হত্যাকারী ফারুক আব্বাসী আ.লীগের কেউ না। কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ের কোনো কমিটিতেও তার নাম নেই। ফারুক আব্বাসী একজন চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রবাজ তার বিরুদ্ধে একধিক হত্যা মামলা রয়েছে। তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি নাজমার স্বামীসহ ঢাকা থেকে মেঘনার ভাওরখোলা নিজ গ্রামের একটি বিয়ের দাওয়াত আসে। বিকালে ঢাকা যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় সন্ত্রাসী ফারুক আব্বাসী খবর পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে তার দলবল নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে নাজমাকে (৫৫) কুপিয়ে হত্যা করে। এসময় তার স্বামী ছালামকেও (৬৫) কুপিয়ে আহত করে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ