বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হযরত শাহসূফি আলহাজ্জ আল্লামা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আলহাসানী আল মাইজভান্ডারী (মা.জি.আ) বলেছেন, মাহে রযব মাসকে আল্লাহ নিজের মাস বলেছেন। রযব মাস শুরু হলে আল্লাহর রাসুল (স.) সাহাবায়ে কেরামদের নিয়ে রবের দরবারে দোয়া করতেন। তিনি বলেন নবী (স.) খানেকাহ থেকে ইসলাম প্রচার করেছেন। আর সে ইসলাম সারা বিশ্ব দুনিয়ায় প্রচার করেছেন আল্লাহর অলিরা। যেমনি হযরত খাজা গরিবে নেওয়াজ ছিলেন সে যুগের শায়খুল হাদীস। মদীনার নবীর আদেশে তিনি ভারত উপমহাদেশে ৯০লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। সাইফুদ্দিন হাসানী বলেন আল্লাহর অলিদের দরবারে মানুষের আগমন দিন দিন বাড়ছে। কেউ চেষ্টা করলেও কমাতে পারবেনা। তিনি বলেন রবের পক্ষ হতে মানবতার কল্যাণে, দেশের কল্যাণে অলি-আল্লাহদের দুনিয়াতে পাঠানো হয়েছে। তিনি বলেন আদব আখলাকের মাধ্যমমে আল্লাহর অলিদের দরবার থেকে সহজে ফয়ুজাত হাসিল করা সম্ভব।তিনি (২২ এপ্রিল) সোমবার রাতে রাউজান উত্তরসর্তায় খানকায়ে রহমানিয়া মাইজভান্ডারিয়া শাখার সম্প্রসারন ভবন উদ্ধোধন কালে উপরোক্ত বক্তব্য রাখেন। এসময় ফিটা কেটে মোনাজাত করেন প্রধান মেহমান হযরত সাইফুদ্দিন আহমদ আল হাসানী। এসময় উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উপদেষ্টা মুহাম্মদ জাফর, সভাপতি মুঃ আজিজুল হক, ইউ এই শাখার সভাপতি খলিফা আলহাজ্জ মুহাম্মদ আবদুল কুদ্দুস, রাউজান উপজেলা শাখার সভাপতি জামাল কোম্পানী, উত্তরসর্তা শাখার সেক্রেটারী মুঃ ইউছুফ, ইউ এই শাখার সহ সভাপতি আলহাজ্জ আবদুল মান্নান, উপদেষ্টা মুহাম্মদ সাহালম,সাহাবু সওদাগর,মুহাম্মদ রফিক,মঈনীয়া যুব ফোরামের সভাপতি মুঃ আনিস প্রমুখ। পরে সাইফুদ্দিন হাসানী একই এলাকার মহতের বাড়ীর প্রবাসী মুহাম্মদ আবুল বশর মাইজভান্ডারীর ব্যবস্থাপনায় বিশাল ঈদে মিলাদুন্নবী (স.), ফাতেহা ইয়াজদাহুম ও খতমে বোখারী শরিফে যোগদান কেরে দীর্ঘ তকরির ও মোনাজাত করেন। ইউ এই শাখার সভাপতি খলিফা আলহাজ্জ মুহাম্মদ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এতে নূরানী ওয়াজ করেন আলহাজ্জ আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী, খতিব আলহাজ্ব আল্লামা সেলিম উদ্দিন রেজভী,উপাধ্যক্ষ আলহাজ্জ জাহাঙ্গীর আলম রেজভী,আল্লামা তসলিম উদ্দিন কাদেরী,মাওলানা মকসুদুর রহমান,উদিয়মান বক্তা শায়ের বাহাউদ্দিন,শায়ের মনির,শায়ের রাহাত প্রমুখ।এসময় পরিবারের পক্ষ হতে বাবাজান সাইফুদ্দীনকে ক্রেষ্ট ও ফুল দিয়ে বরন করেন আবুল বশর সহ তার ছেলে ও পরিবারের সদস্যগন। ছেমা মাহফিল শেষে আগতদের মাঝে তাবরুক বিতরন করা হয়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।