বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকার ও প্রশাসনের নির্দেশ অমান্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে অবস্থান নেয়া শিক্ষার্থীদের হল ছাড়তে আবারও অনুরোধ করবে হল প্রশাসন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন এ তথ্য জানান।
এর আগে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে প্রাধ্যক্ষ কমিটির সভা হয়। সেখানে শিক্ষার্থীদের হল ছাড়তে প্রভোস্টসহ হল প্রশাসন প্রতিটি হলে অবস্থান করবেন বলে জানান অধ্যাপক মোতাহার হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুয়ায়ী প্রাধ্যক্ষরা নিজেদের হলে গিয়েছেন। তারা ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার জন্য বুঝাবেন। শিক্ষার্থীরা হল না ছাড়া পর্যন্ত হল প্রশাসন হলেই অবস্থান করবেন।
এদিকে দুপুর পৌনে একটার দিকে হল ছাড়বেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ‘নিরাপত্তাহীনতার কারণে হলে থাকার বিকল্প নেই।’ এছাড়া সাময়িকভাবে আন্দোলন স্থগিত করারও ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।