Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাগরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১:০৭ পিএম

বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত রেজাউল শেখ (৫০) নামের এক কৃষকের মৃত্যূ হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ রামপালা পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে রেজাউলকে মারধর করে প্রতিপক্ষ মনিরুল ইসলামসহ কয়েকজন। এ ঘটনায় মনিরুল ইসলাম (৩৬)কে আটক করেছে রামপাল থানা পুলিশ।
নিহত রেজাউল শেখ রামপাল উপজেলার ডাকরা গ্রামের হাশেম আলী শেখের ছেলে।আটক মনিরুল ইসলাম একই এলাকার আহমদের ছেলে। রেজাউল ও মনিরুল পরস্পর চাচাতো ভাই হন।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মনিরুল ইসলাম, আহমমদসহ কয়েকজন রবিবার দুপুরে রেজাউল শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাস্তায়ে ফেলে লোহার রডসহ বিভিন্ন লাঠি দিয়ে বেধরক মারপিট করে। এক পর্যায়ে রেজাউল অচেতন হয়ে গেলে তারা চলে যায়। রেজাউলের স্বজনরা তাকে উদ্ধার করে খুলণা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে রেজাউল মারা যায়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।আমরা নিহতের মরদেহের ময়না তদন্ত শেষ হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।হামলাকারীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ