Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে মাওলানা নাসির উদ্দিন ও এমাদ উদ্দিনের ঈসালে সাওয়াব মাহফিল

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৭ এএম

শমসেরগঞ্জ ধোবারহাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম মাওলানা নাসির উদ্দিন (র.) ও সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকে, কভেন্টির উপদেষ্টা মরহুম এমাদ উদ্দিন (র.) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মৌলভীবাজারে খতমে কোরআন শরীফ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি রোববার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসার উদ্যোগে আয়োজিত ইসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

মাওলানা শফিকুল আলম সুহেলের পরিচালনায় ও লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসার গভর্ণিং বডির সভাপতি মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, মৌলভীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহসাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুছ আলী, হাফিয এনামুল হক, সমাজসেবক আলহাজ একলাছুর রহমান লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসার প্রধান হাফিয এনামুল হক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ