Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষকদের গ্রেফতার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রীকে গণধর্ষনের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে গোপালগঞ্জ-টুঙিপাড়া সড়কের পাটগাতী বাসস্ট্যান্ডে এবং জিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৃথক দুটি মানববন্ধন করে তারা।
মানববন্ধনে ঘটনার স্বীকার স্কুলছাত্রীর শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বঙ্গবন্ধু স্মৃতি বালিকা বিদ্যালয়, গোপালগঞ্জ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ টুঙ্গিপাড়া শাখাসহ এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এসময় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা। এতে সকল ধরনের যানচলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। ঘটনার ৭ দিন অতিবাহিত হয়ার পরও ধর্ষণের সাথে জড়িতরা গ্রেফতার না হয়ায় বিক্ষুদ্ধ ওঠে জনগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ মঞ্চ টুঙ্গিপাড়া শাখা সভাপতি, সহপাঠি রাইমা হক, বক্তারা বলেন, বঙ্গবন্ধু স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সাথে জড়িত টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি শ্রীরামকান্দি গ্রামের শেখ শুকুর আলীর ছেলে রাজীব শেখ এবং তার দুই সহযোগি ওই গ্রামের আনোয়ার মল্লিকের ছেলে মিতুল মল্লিক ও গহরডাঙ্গা গ্রামের আকবর আলী খানের ছেলে রসুল খানকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এ ছাড়া ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
গত, ১৪ ফেব্রুয়ারী বিকেলে কোচিং শেষে ভ্যানে করে গিমাডাঙ্গা হাটখোলা এলাকায় বাসায় ফেরার পথে বঙ্গবন্ধু স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষকরা জোর করে তুলে নিযে যায়। সন্ধ্যা ৬টার দিকে বঙ্গবন্ধুর সমাধি সৌধের ২নং গেটের পাশে জঙ্গলের মধ্যে নিয়ে মাথায় আঘাত করে। এসময় চেতনানাশক স্প্রে দিয়ে তাকে অচেতন করে পালাক্রমে ধর্ষণ করে তারা ভিকটীমের আপত্তিকর ছবি তোলে। পরে তাকে তাদের (ভিকটীমের) বাড়ির সামনে ফেলে রেখে যায়।
টুঙ্গিপাড়া থানার ওসি এ এফ এম নাসিম বলেন, এ ব্যাপারে বাদীর পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ