Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে শ্রমিকের লাশ উদ্ধার

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ইন্দুরকানীতে ৫দিন পরে কঁচা নদীতে পড়ে যাওয়া মোহাম্মাদ উল্লাহ (১৮) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টায় কঁচা নদীতে তার লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদ নড়াইল সদর দাউদসোনা মোল্লা পাড়ার নাজমুল হক মোল্লার ছেলে। জানা যায়, গত বৃহস্পতিবার শাহ আমানত-১ রাবেয়া শিপিং এর কয়লা বোঝাই জাহাজ এ নদীর মোহনায় নোঙর করার সময় এ শ্রমিক নদীতে ছিটকে পড়ে যায়। গতকাল সোমবার সকাল ১০টায় এসবিআই ভাটা সংলগ্ন নদীতে ভাটার শ্রমিকরা তার লাশটি দেখতে পান। পরে প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় লাশটি কিনারে উঠালে জাহাজ শ্রমিক মোহাম্মদ উল্লাহর বলে শনাক্ত হয়।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, জাহাজ শ্রমিক নিখোঁজের পর থেকেই উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল। গতকাল সকালে কঁচা নদীর তীর থেকে ঐ শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ