Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুষ্ঠু নির্বাচন না হলে জাপার ভোট বর্জনের হুঁশিয়ারি

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

নির্বাচনী পথসভায় সন্ত্রাসী হামলার বিচার এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা না হলে ভোট বর্জন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপার দলীয় মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক। গত রোববার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি। জাপার নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়। আগামী ২৮ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হবে সৈয়দপুর পৌরসভার এ নির্বাচন। সৈয়দপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, গত শনিবার রাতে জাপার শান্তিপূর্ণ নির্বাচনী পথসভায় আওয়ামী নামধারী সন্ত্রাসীদের হামলায় তার দলের ২ জন জখমসহ ২০ নেতাকর্মী আহত হয়। ভাঙচুর ও আগুন দেয়া হয় ২০টি মোটরসাইকেলে। অথচ আওয়ামী নামধারী সন্ত্রাসীরা বঙ্গবন্ধু ছবি ভাঙচুর করে জাপার ওপর ওই দায় চাপানোর পাঁয়তারা করা হচ্ছে। বরং জাপা বঙ্গবন্ধু আদর্শ মেনে সরকারের সঙ্গে আছে, তাই বঙ্গবন্ধুকে অবমাননা করার প্রশ্নই আসে না।
সংবাদ সম্মেলনে সুষ্ঠ নির্বাচন দাবি করে বলা হয়, স্থানীয় আ.লীগ সুষ্ঠু নির্বাচন চায় না বলে সন্ত্রাস চালাচ্ছে। জাপা সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না। জাপার মেয়র প্রার্থী নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর পৌর জাপার আহ্বায়ক আলহাজ জয়নাল আবেদীন, সদস্য সচিব আলতাফ হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ