পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : পোশাক খাত সংশ্লিষ্টরা তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ অডিটের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি চালুর তাগিদ দিয়েছেন। এটি বাস্তবায়ন সম্ভব হলে কারখানার পরিচালন ব্যয় কমে আসবে। ফলে উদ্বৃত্ত অর্থ দিয়ে কারখানা সংস্কার সম্ভব হবে। বুধবার মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘রানা প্লাজা দুর্ঘটনার পর বিশ্বব্যাপী পোশাক সরবরাহ ব্যবস্থার শাসন পদ্ধতিতে পরিবর্তন’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। কর্মশালায় পোশাক খাত সংশ্লিষ্টরা বলেন, ক্রেতাদের পক্ষ ডজন খানেকের বেশি সনদ পরীক্ষা করা হচ্ছে। ফেডেক্স, র্যাপ, বিএসসিআই, ওকোটেক্স কারখানা নিরীক্ষা করছে। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম সচিব মিখাইল শিপার। বিশেষ অতিথি ছিলেন বিকেএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।