Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে এসএমই ঋণ বিতরণ

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণ। এসএমই খাতে ঋণ বিতরণ গত বছরের তুলনায় বাড়লেও লক্ষ্যমাত্রায় অনেক পিছিয়ে রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) এ খাতে প্রায় ৬৯ হাজার ৬৭০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.৫৯ শতাংশ বেশি। গত বছরের প্রথম ছয় মাসে এর পরিমাণ ছিল ৫৬ হাজার ৩৭৩ কোটি ১৪ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয় এক লাখ ১৩ হাজার ৫০৩ কাটি টাকা, যা গত বছরের তুলনায় সাড়ে ৮ শতাংশ বেশি। তবে আলোচ্য সময়ে মোট লক্ষ্যমাত্রার ৬১.৩৮ শতাংশ অর্জিত হয়েছে। গত বছর এই হার ছিল ৫৩.৯০ শতাংশ। বিতরণকৃত ঋণের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো ৬৬ হাজার ৬১৬ কোটি ৭২ লাখ টাকা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো তিন হাজার ৫২ কোটি ৯৬ লাখ টাকা বিতরণ করেছে। এই ছয় মাসে সেবা খাতে ঋণ বিতরণ ৪০.২৪ শতাংশ বেড়েছে। গত বছরের প্রথম ছয় মাসে পাঁচ হাজার ৭০২ কোটি টাকার বিপরীতে এবার সাত হাজার ৯৯৭ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ব্যবসা খাতে এসএমই ঋণ বিতরণ হয়েছে ৪৩ হাজার ৯৪২ কোটি টাকা, যা গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় ২৩.৪৮ শতাংশ বেশি। আর শিল্প খাতে ১৭.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ঋণ বিতরণ হয়েছে ১৭ হাজার ৭৩০ কোটি টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে এসএমই ঋণ বিতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ