রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মধুখালীতে সন্ত্রাসী হামলায় সোহেল (২৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে। সোহেল উপজেলার কামালদিয়া ইউনিয়নের ঝাউহাটি গ্রামের সিদ্দিক শেখের ছেলে। বর্তমানে সে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে গত শনিবার আহত যুবকের পিতা বাদী হয়ে ৬জনকে আসামি করে মধুখালী থানায় মামলা করেছেন। এ ঘটনায় বকুল শেখকে রাতে আটক করে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৮টায় সোহেল ভ্যানযোগে স্থানীয় ব্রাহ্মণকান্দা বাজার থেকে নিজের ভ্যান গাড়ি চালিয়ে বাড়িতে আসার পথে একই গ্রামের বকুল, বিপুল, রতন, আলমগীর, লাল মিয়া ও আলতাফ তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে আনলে তার অবস্থা গুরুত্ব হওয়ায উন্নত চিকিৎসার জন্য কর্মরত ডাক্তার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ব্যাপারে মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।