রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকার ধামরাইয়ে এক প্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগে আবদুল বারেক নামের এক ব্যক্তিকে গত শনিবার রাতে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে ডাক্তারি পরীক্ষা জন্য ওই প্রতিবন্ধী যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আলামিন (২৫) নামের আরেক আসামি পালিয়ে গেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোমভাগ ইউনিয়নের মধ্য দেপাশাই স্কুলপাড়া গ্রামে। আটক আবদুল বারেক (৩২) দুদু মিয়ার ছেলে ও পলাতক আলামিন মৃত আতা মিয়ার ছেলে। জানা গেছে, দেপাশাই গ্রামের প্রতিবন্ধী এক যুবককে (২৩) কিছুদিন পূর্বে নির্জন স্থানে নিয়ে বলাৎকার করেন দুই সন্তানের জনক আবদুল বারেক ও আলামিন। পরবর্তীতে ওই প্রতিবন্ধী যুবক পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানিয়ে দেন। এ ঘটনায় শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন প্রতিবন্ধীর বাবা আনোয়ার হোসেন। অভিযোগের ভিত্তিতে থানার এসআই প্রদীপ বিশ্বাস অভিযান চালিয়ে রাতেই আটক করে বারেককে।
ভুক্তভোগীর পিতা জানান, বারেক ও আলামিন আমার প্রতিবন্ধী সন্তানের প্রতি অমানবিক আচরণ করেছেন। আমি তাদের উপযুক্ত বিচার চাই।
ধামরাই থানার এসআই প্রদীপ বিশ্বাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের কথা স্বীকার করেছেন আবদুল বারেক। পলাতক আসামি আলামিনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। বারেককে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।