Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযান চালিয়ে কুষ্টিয়ার একটি নিষিদ্ধ পলিথিন কারখানা বন্ধ করে দিলো প্রশাসন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৫৭ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ ও নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধান পেয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সদস্যরা। ইতোমধ্যে কারখানায় অভিযান শুরু করেছে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চাঁদপুর ইউনিয়নের গোবরা এলাকায় একটি কারখানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খানের নেতৃত্বে এই অভিযান করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেছেন।

অভিযানে অবৈধভাবে পলিথিন উৎপাদন,আমদানি ও বাজারজাতকরণের অভিযোগে কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযান চলাকালীন কারখানা মালিককে পাওয়া যায়নি।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও পরিবেশ অধিদপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে পলিথিন উৎপাদন,আমদানি ও বাজারজাতককরণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ আওতায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানা ও গোডাউন থেকে বিপুল পরিমাণ পলিথিন উৎপাদনের কাঁচামাল ও পলিথিন জব্দ করা হয়েছে।

এ অভিযানে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান, কুষ্টিয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যুগ্ম পরিচালক ইদ্রিস আলী, (এনএসআই) সদস্য সাজ্জাদ হোসেন ও সুমন বর্মন।
উল্লেখ্য,বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আলোকে ২০০২ সালে বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ