Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ দুরন্ত টেলিভিশনে ‘ঝুটুম পাখির কথা’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ৪:০৩ পিএম

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’। পিউ ও টিয়া পাখির এ গল্প নিয়ে মাতৃভাষা দিবসের দুরন্তর বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’। নূর সিদ্দিকীর রচনা ও মনিরুল হোসেন শিপনের পরিচালনায় ভাষা নিয়ে নির্মিত নাটকটি দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে আজ রাত সাড়ে ৮টায়।

নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার ও শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি।

নাটকে দেখা যাবে ছোট্ট পিউয়ের পাখি পোষার খুব শখ। বাসায় তার অনেক পাখি আছে। কিন্তু একটাই দুঃখ। আর তা হলো পাখিদের ভাষা সে বোঝে না। তাই তার আবদারে মা-বাবা তাকে একটা টিয়া পাখি কিনে দেয়। সমস্যা হলো এ টিয়াও কথা বলতে পারে না। দোকানি বলেছে, তাকে কথা শেখাতে হবে। বাড়ি ফিরে শুরু হয় পাখিকে কথা শেখাতে পিউয়ের প্রাণান্তকর প্রচেষ্টা। কিন্তু বিপদ হলো যতই কথা শেখানো হোক, টিয়া শুধুই টিট টিট করে। মানুষের মতো করে কোনো কথা বলতে পারে না। তার পরও সে চেষ্টা চালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ