Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রলকে এক ধরনের সাইবার অপরাধ বললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩১ এএম

ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি রেকর্ড গড়েছে মেহজাবীন অভিনীত ‘শিল্পী’ নাটকটি। অল্প সময়ে কোটি ভিউয়ের ঘরে পৌঁছে গেছে নাটকটি। এ নিয়ে উচ্ছ্বসিত মেহজাবীন। অনুভূতি ব্যক্ত করে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে নাটকটির কোটি ভিউ আমার ক্যারিয়ারে আরেকটি মাত্রা যোগ করল। তবে এ ঘটনা আমার একার জন্য আনন্দের তা নয়, পুরো টিমের জন্য, এমনকি ইন্ডাস্ট্রির জন্যও।’

বিভিন্ন সময় নানা ইস্যুতে ট্রলের শি’কার হয়েছেন মেহজাবীন। ট্রল এক ধরনের সাইবার অপরাধ উল্লেখ করে মেহজাবীন বলেন, ‘যারা ট্রল করছে তাদের ধরে সাজা দিন। ট্রল নারী শিল্পী এবং তাদের পরিবারের ওপর প্রভাব ফেলে। যারা ট্রলের শি’কার হন, তারা কষ্ট পান। তাদের সামাজিকভাবে ক্ষ’তিগ্রস্ত হতে হয়।’

এছাড়া এবারের ভালোবাসা দিবসে ১৫টি নাটক প্রচার হয়েছে তার। মেহজাবীন অভিনীত এবারের ভালোবসা দিবসের নাটকগুলো হলো— ‘মাজনু’, ‘লতা অডিও’, ‘আয় ফিরে আয়’, ‘কাজলরেখা’, ‘মধু সিং’, ‘লাভ বাই মিসটেক’, ‘আন এক্সপেক্টড মোমেন্ট’, ‘বিলোপ’, ‘বেস্ট ফ্রেন্ড ৩’, ‘নৈব নৈব চ’, ‘পান সুপারি’, ‘ভুলজন্ম’, ‘সিন্ধান্ত’, ‘গোলমরিচ’, ‘রেড বেল রেড’।

সাক্ষাৎকারে প্রেম-বিয়ে নিয়েও কথা বলেছেন মেহজাবীন। কেন বিনোদন অঙ্গনের অনেক নায়িকা প্রেম, বিয়ে গোপন রাখেন? এমন প্রশ্নের উত্তরে মেহজাবীন বলেন, ‘আমি বিয়ে করিনি, গোপনও রাখিনি। এর উত্তর আমি দিতে পারব না। এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। যদি কেউ দর্শকের কথা মাথায় রেখে এ ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত হবে ভুল। কারণ, আমাদের অঙ্গনে অনেকেই আছেন যারা বিয়ের পরও কাজ দিয়ে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে গেছেন।’

২০০৯ সালে প্রায় ১০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হন মেহজাবীন চৌধুরী। এর পরের গল্পটা প্রায়ই সবারই জানা। একের পর এক নাটক, বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের প্রিয় মুখ হন তিনি। মেহজাবীন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত `তুমি থাকো সিন্ধুপারে`। এরপর তিনি একে একে কাজ করেছেন অসংখ্য নাটকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ