Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মীয় শিক্ষা বাদে কোনো শিক্ষাই পরিপূর্ণ না

রাজাপুরে বজলুল হক হারুন এমপি

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ঝালকাঠি-১ আসনের এমপি বজলুল হক হারুন এমপি বলেছেন, ধর্মীয় শিক্ষা বাদে কোনো শিক্ষাই পরিপূর্ণ না। আপনি যদি ধার্মিক মানুষ হন। তাহলে আপনার দ্বারা সমাজের কোনো অকল্যাণ কাজ হবে না, একজন হিন্দু, খৃস্টান, বৌদ্ধ, সে যে ধর্মের মানুষই হোক, যদি তার ধর্মকে পরিপূর্ণভাবে পালন করে, সে মানুষের উপকার ছাড়া আর কিছু করবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজাপুর উপজেলায় এমপির বাসভবনে রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সর্বস্তরের জনগণের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাড. সঞ্জিব কুমার বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, উপজেলা আ.লীগ সভাপতি এ এইচ এম খায়রুল আলম সরফরাজ, উপজেলা আ.লীগ সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু, কাঠালিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তরুন কুমার সিকদার, সাবেক উপজেলা চেয়্যারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ