রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দিবেন আমরা আল্লাহু আকবর বলে তার পক্ষে ঝাপিয়ে পড়ে তার বিজয় নিয়ে ঘরে ফিরবো। মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন আ.লীগ আয়োজিত বর্ধিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের এমপি অ্যাড. সাইফুজ্জামান শিখর এ কথা বলেন।
গত শুক্রবার বিকেলে জগদল ইউনিয়ন আ.লীগের সভাপতি সিরাজ শিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাখেন, মাগুরা জেলা আ.লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা আ.লীগের সভাপতি বাবুল ফকির, অ্যাড. শাখারুল ইসলাম শাকিল, জেলা যুবদলের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মীর মেহেদী হাসান রূবেল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনবিচ্ছিন্ন কিছু রাজৈনতিক দল প্রচারণায় মেতেছিল যে আ.লীগ ক্ষমতায় আসলে দেশ ভারত হয়ে যাবে, মসজিদ হয়ে যাবে মন্দির। শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগ সরকারে রয়েছে এক যুগের বেশি। তাদের কথার সত্যতা জনগণ কি পেয়েছে। সরকার ভারতের কাছ থেকে সমুদ্র সীমানা জয় করেছে। মাদরাসা মসজিদের যে উন্নয়ন ঘটিয়েছে তা ইতোপূর্বে কোনো সরকার পারেনি। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে জনগণের কাছে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।