Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাদের এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না

নারায়ণগঞ্জে সেলিম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

চেয়ারম্যানদের উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম সেলিম ওসমান বলেছেন, ভোটের মাধ্যমেই আপনাদের নির্বাচিত হতে হবে। সেলিম ওসমানের ক্ষমতা নেই কাউকে নমিনেশন দেয়ার। গত শুক্রবার বিকালে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শয়তান মানুষের পেছনে লেগেই থাকে। ধামগড়ে এসে মনে হচ্ছে আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। এছাড়া আমাদের এলাকায় কোনো শিক্ষার অভাব থাকবে না। কে কি বললো তার প্রতি আমাদের নজর দিয়ে লাভ নেই। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করি। একজন জনপ্রতিনিধিকে উদ্দেশ্য করে এ কে এম সেলিম ওসমান বলেন, বিদেশ থেকে উড়ে এসে চেয়ারম্যান হয়েছেন। আপনার বাপের সম্মানে দেয়া হয়েছিল। আপনাকে বলি খোঁচাখোঁচি করবেন না। পরিশেষে তিনি ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আবারো মাসুম আহমেদকে নির্বাচিত করতে জনগণকে আহ্বান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন শাহ, অ্যাড. ওয়াজেদ আলী খোকন প্রমুখ।
বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ এম এ রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলী হায়দার কাজল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ