রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আশুগঞ্জে ইয়াসিন আরাফাত নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলা শহরের হাজী পাড়ার ভাড়া বাসার ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। সে আশুগঞ্জ উপজেলা খাদ্য অধিদফতরের অবসরপ্রাপ্ত অফিস সহকারী আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের ২ বন্ধুকে আটক করেছে। আটককৃতরা হলো মকবুল হোসেনের ছেলে আলভী ও মৃত ফিরোজ শিকদারের ছেলে একান্ত শিকদার। নিহতের পরিবার জানান, শুক্রবার বিকেলে ইয়াসিন আরাফাতকে তার বন্ধু আলভী, একান্ত শিকদার, প্রান্ত শিকদার, রায়হান ও সুমন ফোনে ডেকে নিয়ে যায়। এরপর থেকে ইয়াসিনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বারবার তাকে ফোন করলেও রিসিভ করছিলনা। পরে রাত সাড়ে ১১টায় ইয়াসিনের ভাই তুষার তার ইয়াসিনের ব্যাক্তিগত ফেইসবুকের ম্যাসেঞ্জারে ভয়েজ ম্যাসেজে দেখতে পান সে তার বন্ধু রায়হানের কাছে বাসার ছাদে আছেন অবগত করেন। বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বাসার ছাদে গিয়ে দেখতে পান ছাদের গেট ভেতর থেকে বন্ধ অনেক ডাকাডাকির পর কোনো সারাশব্দ না পেয়ে রাতেই বাসায় চলে যান। পরে শনিবার সকালে পাশের ছাদ দিয়ে গিয়ে দেখেন ইয়াসিনের গলায় জিআই তার দিয়ে পেছানো অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে তার লাশ। নিহতের পরিবারের অভিযোগ ঢেকে নিয়ে তার বন্ধুরা হত্যা করেছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, দুজনকে আটক করেছি। আশাকরি দ্রুত এ ঘটনার রহস্য উন্মোচন হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।