পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কর্ণফুলী নদীতে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে গতকাল শুক্রবার একজনের এবং বৃহস্পতিবার দুই জনের লাশ উদ্ধার করা হয়। এনিয়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা চার জনে দাঁড়িয়েছে।
কর্ণফুলীর ১১ নম্বর ঘাটে মঙ্গলবার যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নাহিয়ান আল ফারুকের (২২) লাশ গতকাল ভোর ছয়টার দিকে ১১ নম্বর ঘাট এলাকায় ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। নাহিয়ান কর্ণফুলী থানার শাহমীরপুর এলাকার মো. মারজানের ছেলে। এই দুর্ঘটনায় সৈকত বড়ুয়া (২০) নামে আরও একজন মারা যান। তিনি কর্ণফুলী থানাধীন শাহমীরপুর এলাকার প্রশান্ত বড়–য়ার ছেলে। সোমবার পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল এলাকায় পণ্যবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মো. আবুল কাশেম (৫০) ও সাইদুল করিম (৬০) নামে দুইজনের লাশ উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ ও কোস্টগার্ড। মো. কাশেম ও সাইদুল করিম কক্সবাজারের কুতুবদিয়া এলাকার বাসিন্দা। নৌকাটি নগরীর খাতুনগঞ্জ থেকে পণ্য নিয়ে কুতুবদিয়া যাচ্ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।