Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের বিয়েতে গান-বাজনার পরিবর্তে কুরআন তেলাওয়াত: প্রশংসায় ভাসছেন বাবা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৫০ পিএম

ছেলের বিয়েতে গান-বাজনা ও আতশবাজির পরিবর্তে কোরআন তেলাওয়াতের আয়োজন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এক বাবা। অপসংস্কৃতি বর্জন করে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ব্যবসায়ী মোহাম্মাদ হাফিজুল্লাহ চৌধুরী। ফেসবুকে এই বিয়ের খবর ভাইরাল হয়ে যায়।

গান-বাজনা বর্জন করে পবিত্র কোরআন তেলাওয়াতের আয়োজন করে নজির গড়ায় সবখানেই ব্যাপক প্রশংসিত হয়েছেন এই ব্যবসায়ী বাবা। বিয়েতে এই অভিনব আয়োজন দেখে মুগ্ধ হন আগত অতিথিরাও। গ্রামবাসীও ব্যাপক প্রসংশা করেন বরের বাবার।

বিয়েতে পবিত্র কোরআন তেলাওয়াতের আয়োজন সম্পর্কে ব্যবসায়ী মোহাম্মদ হাফিজুল্যাহ চৌধুরী বলেন, ছেলের বিয়েতে এ আয়োজন আল্লাহর রাজি খুশির জন্য। আমি পুরো দুনিয়ার সব মুসলমান মা-বাবার কাছে অনুরোধ করবো তারাও যেন তাদের সন্তানের বিয়েতে এমন আয়োজন করেন। আল্লাহ এর ফলে আগামীর সংসারে তাদের বরকত দান করবেন।

ব্যতিক্রমধর্মী এ আয়োজন সম্পর্কে ফেসবুকে রিফাত আখতার লিখেছেন, ‘‘এটা শিক্ষানীয় বিষয়! যদিও মানুষ আগে অসচেতন ছিল এই বিষয়ে। এখন সচেতন হওয়ার আহবান জানাচ্ছে। চলুন আমরা সবাই সচেতন হয় আর প্রত্যেক পুরুষরা যদি দাবি করেন আমি একজন ইসলামিক স্ত্রী চাই তবে সকল মা-বাবা তার সন্তানদের ঐ ভাবে গড়বে যেভাবে তাদের বিয়ে দেয়া যায়! তাহলে আমরা পাপ এবং পাপী দুটি থেকেই বেঁচে যাব। আমিন।’’

মোঃ জাকির হোসাইন লিখেছেন, ‘‘অসাধারণ ভালো লাগলো। এই নষ্ট সমাজের প্রথা নামের অসভ্য সংস্কৃতি আজ আমরা আকড়ে ধরেছি। এই সময় আপনার মত মহৎ মানুষ পাওয়া বড়ই মুশকিল। এই রকম কাজের সাথে শরিক হতে নসিব লাগে।’’

মোহাম্মাদ নাজিম লিখেছেন, ‘‘এই জাহেলিয়াতের যুগে লোকটি একটি দারুন ম্যাসেজ দিলো এই ব্যতিক্রম অনুষ্ঠানের মাধ্যমে। আল্লাহ চাহেন তো এর উত্তম প্রতিদান দিবেন নিশ্চয়।’’

জে কবির লিটন লিখেছেন, ‘‘সারা জীবনের চমৎকার এই ইনিংসটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ার মতো ভালো কাজ আর দ্বিতীয়টি নেই। আল্লাহ রাব্বুল আলামিন নবদম্পতি এবং তাদের মা-বাবাকে সুস্থতা, নেক হায়াত ও দীর্ঘায়ু দান করুন।’’

মতিউর রহমান লিখেছেন, ‘‘বাধ্যগত সন্তান আল্লাহর দেয়া বড় নেয়ামত। অনেক বাবা মা এ কাজটি করতে গেলে হয়তো তার সন্তানই প্রথম বাধা হয়ে দাঁড়াবে।এই বাবা, ছেলের জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি দোয়া রইলো।’’

এইচ এম সাইফুল্লাহর মন্তব্য, ‘‘ভাল কাজ। বর্তমানে বিয়েতে গান বাজনা করাটা নিয়মে পরিণত হয়ে গেছে। কোরআন তেলওয়াতের মধ্যে বিয়েটা হলে আল্লাহর বরকত হবে সংসারে, ইনশাআল্লাহ।’’



 

Show all comments
  • Jack+Ali ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫৮ পিএম says : 0
    Marriage is half of Iman [great Ibadat], Al-Hamdullah this business man understand the great Ibadat as such he arranged Qur'an recitation. If marriage is based on harram things like free mixing, music dancing, and many harram things which is pandemic in our societies as a result their children born as a criminal, we see majority of so called Muslims are great criminals as such our country have been destroyed morally and materially.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ