Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

পুত্রের হত্যার বিচার চেয়ে মা রাস্তায়

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৪১ পিএম

পুত্রের হত্যার বিচার চেয়ে মা ছকিনা বেগম রাস্তায় নামেন। ঘটনাটি যশোরের মণিরামপুরের।

জানা যায়, শুক্রবার মণিরামপুর খোজালিপুর গ্রামের ছকিনা বেগম তার পুত্র মাদরাসা ছাত্র মামুন হাসানের হত্যার বিচার চেয়ে রাস্তায় নামলে গ্রামবাসীরাও তার সাথে যোগ দেন। এলাকার কয়েকশ' নারী-পুরুষ ও শিশু সোহবার মোড়-চাঁচড়া সড়কে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। নিহত মামুনের মা ছাড়াও মামুনের পিতা মশিয়ার রহমান ও বোন লিমা খাতুন মানববন্ধনে অংশ নেন।

উল্লেখ্য, মোবাইল চোর অপবাদ দিয়ে খোজালিপুর গ্রামের মশিয়ার রহমানের পুত্র ও মণিরামপুর আলিয়া মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র মামন হাসানকে মঙ্গলবার হাত পা বেঁধে নির্যাতন করে এলাকারই দুষ্টুচক্র। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান।

মণিরামপুর থানার ইনসপেক্টর শিকদার মতিয়ার রহমান বলেন, মামুন হত্যার ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ