বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : প্রবল স্রোত ও ঘাট সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৪শ’ পণ্যবাহী ট্রাকসহ আরো একশ’ বাস ও অন্যান্য পরিবহন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো.শফিকুল ইসলাম জানান, এ ঘাটে পারের অপেক্ষায় অন্তত ৩শ’ পণ্যবাহী ট্রাকসহ সাড়ে তিনশ’ গাড়ি আটকে রয়েছে।এ নৌ-রুটে বর্তমানে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে বলেও তিনি জানান।
বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া ঘাটের টেকনিক্যাল অ্যাসিসটেন্ট শহিদুল ইসলাম জানান, দৌলতদিয়ায় চারটি ঘাটের মধ্য দুই ও তিন নম্বর ঘাট সচল রয়েছে। চার নম্বর ঘাটে পন্টুন সড়ে যাওয়ায় মেরামতের কাজ চলছে। ফলে ঘাটটি সাময়িক বন্ধ রয়েছে।
এছাড়া গত এক মাস ধরে এক নম্বর ঘাটটি নদীতে বিলিন হয়ে গেছে।
অপরদিকে, বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহেউদ্দীন রাসেল জানান, এ ঘাটে একশ’ ট্রাকসহ দেড়শ’ গাড়ি পাড়ের অপেক্ষায় আটকে আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।