Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানবন্ধন

প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁও জেলা সম্মিলিত কওমী উলামা পরিষদের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা আজ বৃহস্পতিবার সকালে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা সম্মিলিত কাওমি উলামা পরিষদের সভাপতি মাওলানা খলিল উল্লাহ, সহ-সভাপতি মাওলানা ইয়াসিন আলী, হাফেজ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক, মাওলানা খলিলুর রহমান, জামাল উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা জানান, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোন ঠাঁই নেই। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সমাজের সকলে মিলে ঐক্যবদ্ধ হলে এ জাতীয় সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড প্রতিহত করা সহজ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ