Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিবাদমান গ্রুপগুলোর মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার শাবি ভিসি ড. আমিনুল হক ভূইয়া বিশেষ ক্ষমতা বলে এ নির্দেশ দেন। শাহপরান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মো: শাহেদুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ(বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার দুপুর ১২টার আগে মেয়েদের হল ত্যাগ করতে হবে।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি আগামী রোববার থেকে শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্টের কমিটিকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের কয়েকটি গ্রুপের মধ্যে গত শনিবার থেকে উত্তেজনা চলছে। এ নিয়ে গ্রুপগুলো কয়েকবার সংঘর্ষে জড়ায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ