বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা বিএনপির দু’গ্রুপ একই স্থানে ও একই সময়ে সমাবেশ আহ্বান করায় ১৪৪ জারি করেছে প্রশাসন।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মার্মা গতরাত সাড়ে ৯টার দিকে ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। তিনি জানান, সমাবেশের স্থান নিয়ে দু’গ্রুপই অনড় থাকায় আইন শৃঙ্খলার অবনতির কথা চিন্তা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ধারা জারি বলবত থাকবে বলে জানান তিনি।
জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির নবনির্বাচিত কমিটি (শহিদুল ইসলাম-কানন গ্রুপ) ও পূর্বের কমিটি (মমীন আলী-দেলোয়ার হোসেন গ্রুপ) শ্রীনগর বাজারে অবস্থিত যুবদল কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় একই সময়ে সমাবেশ আহ্বান করে। এ নিয়ে দু’পক্ষই উপজেলা প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করে এবং নিজ নিজ অবস্থানে অনড় থাকে।
শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান বাবু জানান, ১৪৪ ধারা জারি করার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।