Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০ ফেব্রুয়ারী

দুই প্যানেলে জমজমাট প্রচারণা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৫:২২ এএম

আগামী ২০ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন।

ডান-বাম দুই প্যানেলে বিভক্ত হয়ে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে এই নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে দুই প্যানেলে চলছে জমজমাট প্রচারণা।

ইতোমধ্যে বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলভূক্ত আইনজীবীদের
'আইনজীবী ঐক্য পরিষদ' ও আওয়ামী লীগ এবং তাদের সমমনা দলভূক্ত আইনজীবীদের 'আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ' পৃথক দুইটি প্যানেল ঘোষণা করেছে।

'আইনজীবী ঐক্য পরিষদ' প্যানেলে
সভাপতি পদে ৩ বারের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট আবদুল মন্নান’কে মনোনয়ন দেওয়া হয়েছে।
অপর দিকে 'আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ' প্যানেলে সভাপতি পদে এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেলকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট জিয়া উদ্দিন আহমদ’কে মনোনয়ন দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৩০ জন। তারমধ্যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে ৬৮২জনের। চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে ৪৮ জনের।

ঘোষিত তফশীল মতে আগামী ১৭ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিল ও আগামী ২৭ফেব্রুয়ারী শনিবার পৃথক ২টি ভোট কেন্দ্রে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহন করা হবে।
গঠনতন্ত্র অনুসারে আগামী ২০ ফেব্রুয়ারী শনিবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনী রেওয়াজ অনুযায়ী আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি সহ বামপন্থী রাজনৈতিক দল গুলোর সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একটি প্যানেল এবং বিএনপি, জামায়াত ইসলামী সহ জাতীয়তাবাদী ইসলামী মূল্যনোধে বিশ্বাসী, সমমনা আইনজীবীদের পৃথক আর একটি প্যানেল নির্বাচনে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ