পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একদিনে সারাদেশে আরও সোয়া দুই লাখ মানুষ টিকা নিয়েছেন। এই নিয়ে সারাদেশে এ পর্যন্ত টিকা গ্রহিতার সংখ্যা দাড়িয়েছে ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। এরমধ্যে নারী ৪ লাখ ৩৬ হাজার ৯৭ জন এবং পুরুষ ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন। টিকা নেয়ার পর এ পর্যন্ত মৃদু প্রতিক্রিয়া দেখা গিয়েছে ৪৯০ জনের। গতকাল স্বাস্থ্য অধিদফতরের এমআইএস (ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিসটেম) থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিদফতর জানায়, গতকাল সারাদেশে দুই লাখ ২৬ হাজার ৯০২ জন টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ এক লাখ ৪৯ হাজার ৮৯২ জন এবং নারী ৭৭ হাজার ১০ জন। এই দিনে রাজধানীতে টিকা নিয়েছেন ৩৪ হাজার ৪৪ জন। এরমধ্যে পুরুষ ২২ হাজার ৪০৭ জন এবং নারী ১১ হাজার ৬৩৭ জন।
টিকা নেয়ায় এগিয়ে রয়েছেন দেশের পুরুষরা। সারাদেশে এ পর্যন্ত ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন টিকা নিয়েছেন; সেখানে নারীদের মধ্যে নিয়েছেন মাত্র ৪ লাখ ৩৬ হাজার ৯৭ জন। প্রান্তিক এলাকার তুলনায় শহরে টিকা নেয়ার হার বেশি। আবার ছোট শহরের তুলনায় বড় শহরগুলোতে এই হার বেশি দেখা যাচ্ছে।
করেনোভাইরাসের সংক্রমন থেকে দেশকে মুক্ত করতে গত ২৭ জানুয়ারি দেশে টিকার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৭ জানুয়ারি দেশে প্রথম টিকা নিয়ে ইতিহাস সৃষ্টি করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেনোরিকা কস্তা। এরপর ২৮ জানুয়ারি ঢাকায় প্রায় ৫ শতাধিক মানুষের ওপর পরীক্ষামূলক প্রয়োগ (ড্রাইরান) করা হয়। ড্রাইরানের ফলাফল সন্তোষজনক হওয়া গত ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে এ সংক্রান্ত কার্যক্রম শুরু হয়। সে দিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ৫৪ জন মন্ত্রী টিকা নেন।
পৃথিবীতে এ পর্যন্ত বেশ কয়েকটি কোম্পানি টিকা আবিস্কার করলেও বাংলাদেশে সরকারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনন্টিটিউট উৎপাদিত টিকা দেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।