Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সাকি-বাবলু-নুরদের যৌথ কর্মসূচি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

গণসংহতি আন্দোলন, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ, মওলানা ভাসানী অনুসারী পরিষদ এবং রাষ্ট্রচিন্তা’র পক্ষ থেকে যৌথভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই চারটি সংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের কর্মসূচি সম্পর্কে জানানো হয়। সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, এবং রাষ্ট্রচিন্তা›র হাসনাত কাইয়ুম অংশ গ্রহণ করেন। এ সময় ৪টি সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য রাখেন নঈম জাহাঙ্গীর।
লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান সরকারের দেশ পরিচালনার কোনো নৈতিক অধিকার নেই। জনগণের সঙ্গে প্রতারণা করে জনগণের পয়সায় প্রতিপালিত রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী, রাষ্ট্রের বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং দলের পরিচয়ে পরিচিত মাস্তানদের ব্যবহার করে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স প‚রণ করে ভোটের নামে নজিরবিহীন প্রহসন করা হয়েছে। আমরা সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহŸান জানাই।
চার সংগঠন বলেন, সকল রাজনৈতিক দল ও জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম একটি অন্তবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। পারস্পরিক বিদ্বেষ ও প্রতিহিংসার রাজনীতি বর্জন করে সকলের সঙ্গে আইনানুগ ও ন্যায়সঙ্গত ব্যবহারের নিশ্চয়তা দেয়াও হবে এই সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ। সকলের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তির বাংলাদেশ, বৈচিত্রের মাঝে ঐক্যের বাংলাদেশ স্বাধীনভাবে মত প্রকাশের বাংলাদেশ কায়েমের প্রথম শর্তই হচ্ছে সকলের জন্য ন্যায়ভিত্তিক ব্যবস্থা চালু করা। কেবলমাত্র জনগণের মতামতের ভিত্তিতেই ক্ষমতা পরিবর্তনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে কর্মসূচি তুলে ধরে বলা হয়, রাষ্ট্রে ন্যূনতম এসব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত অঙ্গীকার। মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৪ সংগঠনের গৃহীত আংশিক কর্মসূচির মধ্যে রয়েছে- ১ মার্চ জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সম্মাননা, ১২ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে সুবর্ণজয়ন্তী সমাবেশ, ২৬ মার্চ স্ব স্ব সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন, ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র দিবস পালন। এছাড়াও দেশব্যাপী বছরজুড়ে বিভিন্ন কর্মর্র্সূচি নেয়া হবে বলে জানানো হয়।
শেখ রফিকুল ইসলাম বাবলু সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মজলুম জননেতা মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানাই। আমাদের যাত্রা শুরু হয়েছে, এটা চলমান থাকবে। আমাদের চিন্তার সঙ্গে যদি আরও কেউ যুক্ত হতে চায়, আমরা তাদের আহŸান জানাই আমাদের সঙ্গে আসার।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহŸায়ক মুহাম্মদ রাশেদ খান, যুগ্ম আহŸায়ক ফারুক হাসান, রাষ্ট্রচিন্তার অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ