Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে ১০ দিনে প্রায় ৬৫ হাজার ডোজ প্রদান

করোনা ভ্যাকসিন

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম


দক্ষিণাঞ্চলে গত ১০ দিনে প্রায় ৬৫ হাজার জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। ইতোমধ্যে এ ভ্যাকসিন ব্যাপক সাড়া ফেললেও নিবন্ধন নিয়ে জটিলতা রয়েছে। দক্ষিনাঞ্চলে প্রতিদিনই ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা বাড়লেও হাসপাতালে স্পট রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়ায় সাধারণ মানুষের জন্য জটিলতা সৃষ্টি হয়েছে। দক্ষিণাঞ্চলের ৬ জেলার ৪২টি উপজেলাতে মোট ৪৩টি কেন্দ্রে প্রায় ৬৫ হাজার নারী-পুরুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন। যার মধ্যে নারী প্রায় ২০ হাজার।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের মতে, সদর উপজেলা বাদে বরিশালের অবশিষ্ট ৯ উপজেলাতে ১০,৩৭২, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২,৩০৮, পুলিশ হাসপাতালে ১,০৫৫, জেনারেল হাসপাতালে ৩০০৫, পটুয়াখালীতে ১,১৬৮, ভোলায় ১২,৮২৫, পিরোজপুরে ১০,২৭৮, বরগুনায় ৬,৫২৫ ও ঝালকাঠিতে ৫,১৩৯ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন।
প্রথম চালানে গত ২৯ জানুয়ারি দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৩ লাখ ৪৮ হাজার ১০টি করোনা ভ্যাকসিন পৌছে। যার মাধ্যমে সর্বমোট ১ লাখ ৭৪ হাজার জনকে দুই ডোজ টিকা প্রদান সম্ভব হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে বলা হয়েছে। প্রাপ্ত ভ্যাকসিনের মধ্যে বরিশালে ১ লাখ ৬৮ হাজার ১০, পটুয়াখালীতে ৪৮ হাজার, ভোলায় ৬০ হাজার, পিরোজপুরে ৩৬ হাজার, বরগুনায় ২৪ হাজার এবং ঝালকাঠিতে মাত্র ১২ হাজার ডোজ রয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ থেকে প্রতিদিন গড়ে ১৫ হাজার ৪৫৫ জনকে ভ্যাকসিন প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হলেও প্রথম দশদিনে ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা ৬৫ হজার। এদিকে গতকাল সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ১০ হাজার ৬৮৮ জন করোনা আক্রান্তের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৩৫১ জন। সুস্থতার হার প্রায় ৯৭%। আর মৃত্যু হয়েছে ২০২ জনের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ