রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের সখিপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার ফার্মেসিকে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিম তাবাসসুম প্রভা। মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ এবং লাইসেন্সবিহীন অনানুমোদিত, সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ না করে রাখার দায়ে চারটি ওষুধ এর দোকানকে জরিমানা করা হয়। দোকানগুলো হলো, আল-মদিনা ড্রাগ হাউস ৫০ হাজার টাকা, আল মক্কা মেডিক্যাল হল ৪০ হাজার টাকা, ডক্টর ফার্মা ৩ হাজার টাকা, ইতি ফার্মেসি ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ইতি ফার্মেসিকে লাইসেন্স না থাকায় তা না করা পর্যন্ত বন্ধ থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিম তাবাসসুম প্রভা জানান, সখিপুর সদরের চারটি ওষুধের দোকানকে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ইতি ফার্মেসি লাইসেন্স না করা পর্যন্ত বন্ধ থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।