রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪৫ কেজি ওজনের দীর্ঘদেহী মাখন মিয়ার মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে শারীরিক অসুস্থতা নিয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার বয়স হয়েছিল ৪৩ বছর। মৃত্যুকালে সে স্ত্রী, সন্তান, বাবা-মাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। সে পৌর শহরের দক্ষিণ মৌড়াইলের বাসিন্দা মিলন মিয়ার পুত্র। জানা যায়, ১৯৭৮ সালের দিকে তার জন্ম। ২০/২২ বছর পর্যন্ত তার ওজন ছিল ৬৫/৭০ কেজির মত। কিন্তু ২০০৩ সালের পর বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের ওজন অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এই ওজন থামিয়ে দেয় মাখন মিয়ার পথ চলা। ৩৪৫ কেজি ওজন নিয়ে সে খুবই কষ্টময় জীবন যাপন করছিল। এ সমস্যা থেকে মুক্তি পেতে ঢাকায় তার চিকিৎসা করানো হলেও অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছিলেন না। এদিকে তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকেই তার স্বজন ও সুহৃদরা তাকে শেষ বারের মত এক নজড় দেখতে তার বাড়িতে ভিড় করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।