বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর পতেঙ্গা থানা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে মাদকের মামলায় ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে । একই রায়ে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন।
সোমবার যুগ্ম মহানগর দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. জহির উদ্দিন এ আদেশ দেন বলে জানান সহকারী পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ বড়ুয়া।
দণ্ডিত নুরুল আবছার পতেঙ্গা থানাধীন দক্ষিণপাড়ার বদিউল আলমের ছেলে।
২০১৮ সালের ৩ জুন পতেঙ্গা নেভাল রোডের চাইনিজ ঘাটের সামনে থেকে একটি বস্তাসহ নুরুল আবছারকে গ্রেফতার করে পতেঙ্গা থানা পুলিশ। বস্তায় ৪০ বোতল বিদেশি মদ পাওয়া যায়।
পরে এ ঘটনায় পুলিশ নুরুল আবছারের বিরুদ্ধে মামলা দায়ের করে। মদসহ গ্রেফতারের মামলায় পুলিশ নুরুল আবছারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, পতেঙ্গা দক্ষিণ পাড়ার নুরুল আবছার ২০০০ সালের দিকে ছিলেন নৌকার মাঝি। নৌকা চালিয়েই করতেন জীবিকা নির্বাহ। কিন্তু তার ভাগ্য বদলে যায় নদীর ওপাড়ের ইয়াবা ব্যবসায়ী জাফরের সঙ্গে পরিচয় হওয়ার পর।
নৌকা দিয়ে জাফরের ইয়াবা পরিবহন করতেন নুরুল আবছার। ২০১৫ সালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যাওয়ার পর ইয়াবা ব্যবসায়ী জাফরের বিপুল ইয়াবা সাম্রাজ্য ধরে রেখেছিলেন নুরুল আবছার। তখন থেকেই ফুলে ফেঁপে উঠেন। রাতারাতি টাকার বিনিময়ে বাগিয়ে নেন আওয়ামী লীগের পদও। হয়ে যান আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য।
মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ২০১৯ সালের ৩১ জানুয়ারি নুরুল আবছারকে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। পতেঙ্গা এলাকায় মাদকের গডফাদার হলেও বরাবরই ছিলেন ধরাছোঁয়ার বাইরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।