রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দীর্ঘ আট বছর পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মুক্তিযোদ্ধা ম. ম. আমজাদ হোসেন মিলন ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুল হক ১৪৮ ভোট পেয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে সঞ্জিত কর্মকার ২৭১ ভোট পেয়ে পুর্নর্নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রভাষক মর্জিনা ইসলাম পেয়েছেন ৭১ ভোট।
তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলনে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল সংযোগে যুক্ত হন আ.লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।