Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটিকছড়ির আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণ করা হবে

গৃহহীনদের ঘর হস্তান্তরে নজিবুল বশর এমপি

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ভূমি ও ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পাইন্দং ইউপির আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দকৃত ভূমিতে নির্মিত ২৬টি বসতঘর এলাকার ভূমি ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেন স্থানীয় এমপি ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ফটিকছড়ির সকল আশ্রয়ণে আমি নিজে মসজিদ নির্মাণ করবো।
পরে ইউনিয়নে বাস্তবায়িত বেশ কয়েকটি সরকারি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান একেএম সারোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে এবং ইউপি সদস্য আনোয়ারুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালামত উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ