Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে মর্মে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গতকাল সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল- নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাশাপাশি পটুয়াখালী জেলা ছাত্রলীগ কর্তৃক গত ১০ ফেব্রুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত পটুয়াখালী পৌর ছাত্রলীগ, মির্জাগঞ্জ উপজেলা ও গলাচিপা উপজেলা ছাত্রলীগের ঘোষিত কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আরো উল্লেখ করা হয়েছে যে, পটুয়াখালী জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদেরকে আগামী ১০দিনের মধ্যে জীবন বৃত্তান্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তাহসান আহমেদ রাসেল যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগ ও শেখ রিজওয়ান আলী সহ-সম্পাদক ছাত্রলীগের কাছে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।
এ ছাড়াও জেলা শাখার নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত জেলার অন্তর্গত কোনো ইউনিট নতুন কমিটি ঘোষণা করতে পারবেন না এ বিষয়টি জানান, তাহসান আহমেদ রাসেল যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ