Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষিজমির মাটি কাটা ও ইটভাটা বন্ধ দাবি

সিরাজদিখানে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মাটি কাঁটা, বালি উত্তোলন, ত্রি-ফসলি জমি রক্ষা ও ইটভাটা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে খিদিরপুর গ্রামবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমির মালিকসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরে মানববন্ধনে বাঁধা প্রদান করেন ভ‚মিদস্যুরা।
এ সময় মানববন্ধনকারীরা বলেন, কৃষিজমি থেকে স্থানীয় ভ‚মিদস্যু ও মাটিদস্যুরা খিদিরপুর, চন্ডিবর্দ্দি, নয়াগাও বাজার, রামকৃষ্ণদি, কংশপুরাসহ বিভিন্ন গ্রামের মাটি প্রকাশ্যে কেটে নিয়ে যাচ্ছে। তিন ফসলি কৃষিজমি দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এ অবস্থা দীর্ঘ ১০ বছর ধরে চলে আসছে। এতে করে হুমকিতে পড়েছে জাতীয় গ্রিডের বিদ্যুতের টাওয়ার, পল্লী বিদ্যুতের খুঁটিসহ হুমকিতে রয়েছে বসতবাড়ি। এমনকি ধুলাবালিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ