Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরা - কুষ্টিয়া সড়ক নির্মানে দুই জেলার যোগাযোগে নব দিগন্তের সুচনা হবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ২:২৭ পিএম

মানুষের সমস্যা সমাধানে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। এ সড়ক নির্মানের মাধ্যমে মাগুরা জেলা ও কুষ্টিয়া জেলার মধ্যে যোগাযোগের নতুন গতি সঞ্চার হবে। সৃষ্টি হবে নব দিগন্তের। মাগুরা -কুষ্টিয়া বিশ্বরোডের নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর এ কথা বলেন। রবিবার সকালে শ্রীপুরের গোয়ালদায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপিতত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশীদ মুহিত, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ সড়কের নির্মান কাজ উদ্বোধনের মাধ্যমে মাগুরা জেলা আর একধাপ উন্নয়নের মহাসড়কে এগিয়ে গেল। তিনি বলেন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। মাগুরাসহ দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখার জন্য তিনি জনগনের প্রতি আহবান জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ